-
Continue reading →: সর্বহারা – কাজী নজরুল ইসলাম।।
সর্বহারা– কাজী নজরুল ইসলাম—সর্বহারা১০-০৮-২০২৩ব্যথার সাতার-পানি-ঘেরা চোরাবালির চর, ওরে পাগল! কে বেঁধেছিস সেই চরে তোর ঘর? শূন্যে তড়িৎ দেয় ইশারা, হাট তুলে দে সর্বহারা, মেঘ-জননীর অশ্র”ধারা ঝ’রছে মাথার’ পর, দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি দুলিয়ে তর”-কর।। কন্যারা তোর বন্যাধারায় কাঁদছে উতরোল, ডাক দিয়েছে তাদের আজি সাগর-মায়ের কোল। নায়ের মাঝি! নায়ের মাঝি! পাল…
-
Continue reading →: কাজী নজরুল ইসলামের কবিতা।।
চৈতী হাওয়া– কাজী নজরুল ইসলাম—ছায়ানট১০-৮-হারিয়ে গেছ অন্ধকারে-পাইনি খুঁজে আর,আজ্কে তোমার আমার মাঝে সপ্ত পারাবার! আজ্কে তোমার জন্মদিন- স্মরণ-বেলায় নিদ্রাহীনহাত্ড়ে ফিরি হারিয়ে-যাওয়ার অকূল অন্ধকার!এই -সে হেথাই হারিয়ে গেছে কুড়িয়ে-পাওয়া হার! শূন্য ছিল নিতল দীঘির শীতল কালো জল,কেন তুমি ফুটলে সেথা ব্যথার নীলোৎপল? আঁধার দীঘির রাঙলে মুখ, নিটোল ঢেউ-এর ভাঙলে বুক,-কোন্ পূজারী…
-
Continue reading →: কাজী নজরুল ইসলামের কবিতা।।
মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম– কাজী নজরুল ইসলাম—সংকলিত (কাজী নজরুল ইসলাম)১০-০৮-২০২৩মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম মোরা ঝর্ণার মত চঞ্চল, মোরা বিধাতার মত নির্ভয় মোরা প্রকৃতির মত স্বচ্ছল।। মোরা আকাশের মত বাঁধাহীন মোরা মরু সঞ্চার বেদুঈন, বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্তমুক্ত শতদল।। মোরা সিন্ধু জোঁয়ার কলকল মোরা পাগলা জোঁয়ার ঝরঝর। কল-কল-কল, ছল-ছল-ছল মোরা দিল…
