-
Continue reading →: কাজী নজরুল ইসলামের কবিতা।।
কারার ঐ লৌহকপাট– কাজী নজরুল ইসলাম কারার ঐ লৌহকপাট,ভেঙ্গে ফেল কর রে লোপাট,রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।ওরে ও তরুণ ঈশান,বাজা তোর প্রলয় বিষাণধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। গাজনের বাজনা বাজা,কে মালিক, কে সে রাজা,কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?হা হা হা পায় যে হাসি, ভগবান পরবে ফাঁসি,সর্বনাশী শিখায় এ…
-
Continue reading →: কাজী নজরুল ইসলামের কবিতা।।
ধূমকেতু– কাজী নজরুল ইসলাম আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু!সাত সাতশো নরক-জ্বালা জলে মম ললাটে,মম ধূম-কুণ্ডুলি করেছে শিবের ত্রিনয়ন ঘর ঘোলাটে!আমি অশিব তিক্ত অভিশাপ,আমি স্রষ্টার বুকে সৃষ্টি-পাপের অনুতাপ-তাপ-হাহাকার– আর মর্তে সাহারা-গোবি-ছাপ, আমি অশিব তিক্ত অভিশাপ! আমি সর্বনাশের ঝাণ্ডা উড়ায়ে বোঁও বোঁও ঘুরি শূন্যে,আমি…
-
Continue reading →: কাজী নজরুল ইসলামের কবিতা।।
আগ্নেয়গিরি বাংলার যৌবন– কাজী নজরুল ইসলাম ঘুমাইয়া ছিল আগ্নেয়গিরি বাংলার যৌবন,বহু বৎসর মুখ চেপে ছিল পাষাণের আবরণ।তার এ ঘুমের অবসরে যত ধনলোভী রাক্ষসপ্রলোভন দিয়ে করেছিল যত বুদ্ধিজীবীরে বশ।অর্থের জাব খাওয়ায়ে তাদের বলদ করিয়ে শেষেলুঠতরাজের হাট ও বাজার বসাইল সারা দেশে।সেই জাব খেয়ে বুদ্ধিওয়ালার হইল সর্বনাশ,‘শুদ্ধি স্বামী’ ও ‘বুদ্ধু মিয়াঁ-র হইল…
